হে বাঙালি


হে বাঙালি! আজ এ সোনার বাংলার বুকে

শত শত মানুষ পুড়ছে এ কোন অসুখে?

একি সেই লাখ শহীদের রক্তের প্রতিদান!

যাদের পবিত্র রক্তে এই বাংলা রঞ্জিত

যাদের স্বপ্নে-সংগ্রামে-সাধনায় সঞ্চিত,

তাদেরে আজ দিতেছ তোমরা এই সম্মান!


জেগে উঠ হে! আর ঘুমায়ো না অসত্য মূলে;

মিছে আশে ঘুরিয়ো না আর আপনাকে ভুলে;

আলেয়ার পিছে ছুটিও না আর অন্ধকারে।

দেখ ফিরে, মশাল হাতে কে ডাকিছে তোমারে!

শুনতে কি পাও সেই বিদ্রোহের আহবান?

জেগে উঠ! জেগে উঠ তোমরা, খুল দু'টি কান।


শুনতে কি পাও ওহে, সাত দরিয়ার মাঝি?

চারিদিকে আজ হাহাকার কান্না উঠে বাজি

শত মানুষের  -শত প্রাণের  -শত প্রলাপ

কান্ডারি! শোন না'কি তা! ভুলে গেছ শোক তাপ?

তুমিও কি হারালে সেই অমানুষের ভিড়ে

দেখ চেয়ে, এ বাঙালি আজো তোমায় খুঁজে ফিরে!


কান্ডারি, তুমি আজ ফের তব মশাল জ্বালো

ফের ষোল কোটি মানুষের তরে দাও আলো!

বৈরিতার অসীর তরে হার মানবে শেষে?

দেখ ফিরে, কোটি প্রাণ আজ আখি জলে ভেসে

পারাবার পারে দন্ডায়মান; এক নিরুদ্দেশে

বসে আশা বেধেছে বুকে,  - হয়ত বেলা শেষে

এতটুকু শান্তি পাবে, যদি তরী ভিড়ে পারে!

হয়ত জগতের এ লীলা সাঙ্গ হতে নারে,

তবু কি তারে একটু যায় না রাখা আগলে

যাতে ফুলগুলো নষ্ট না হয় কস লেগে!!


'হে বাঙালি'

 সোহান



No comments

Powered by Blogger.