আমি চাই না


আমি চাই না--

এ বিশ্বের চাওয়া-পাওয়ার প্রতিয়োগিতায় অংশ নিতে!

চাই না, 'আমার বহু কাঙ্ক্ষিত প্রেম,

প্রেমিকার দীর্ঘশ্বস!

চাইনা বহুতল প্রাসাধ

অট্টালিকা বাড়ি-গাড়ি

হিরে-জহরত।

টাকার গর্বে আমি গর্বিত হতে চাইনা;

চাইনা আত্ম অহংকারে অহংকারী হতে;

চাইনা দূঃখকে পরাজিত করতে!'


বলবে---

তবে কি চাও তুমি?

জীবনের মানে বুঝ,যে--

এত না না করছ?


বলব---

আমি চাই, 

আমার ক্ষুদ্র কুঁঠিরের মাঝে

এতটুকু প্রদীপের আলো!

যার মুখ চেয়ে আমি

বিশ্ব মানবতার শান্তির গান গেয়ে যাব!

ঝড়ো হাওয়ায় যা

বার-বার নিভে যাওয়ার উপক্রম হবে

কিন্তু, নিভবে না!


প্রদিপের সঙ্গে যেমন 

ছোট্ট একটু অন্ধকার চির-সঙ্গি হয়ে থাকে;

মৃদু বাতাসে যেমন ছায়াটুকু

এদিক-ওদিক সরে যায়

তেমনি---

আমার জীবনের সাথে

ছোট ছোট দূঃখ কথা বয়ে যাবে,!

যার সংস্পর্শে ওই প্রদিপের আলো

আমাকে অনন্ত শান্তির গান শোনাবে!


আমি জীবনের মানে বুঝিনা

তাই অতকিছু আর খুঁজিনা,

ভগ্ন কুঁঠিরে মোর

অতৃপ্ত আত্মার পূজা সারি!!


#___skfi_shohan





No comments

Powered by Blogger.