আমি এক আনাড়ি প্রেমিক

আমি এক আনাড়ি প্রেমিক---

আমার প্রেম  গাছের ডগায়  শিকেয় তোলা,

প্রেমিকার চোখে চোখ রেখে  ভুলে যাই কথা বলা।


আমি এক আনাড়ি প্রেমিক---

আমার প্রেম  চোখের পাতায়  মনের খাতায়,

আমি প্রেমের মানে খুঁজি ইচ্ছে মত  যখন যা তাই।


আমি এক আনাড়ি প্রেমিক---

আমার প্রেম  দূঃখীর দূঃখে  শিশুর মুখে,

কোন এক সন্তান হারা মা'য়ের  বেদনার্ত বুকে।


আমি এক আনাড়ি প্রেমিক---

আমার প্রেম  শূন্যের মাঝে  বাতাসে ভাসে,

আধিকার আদায়ে ঝরে পড়া কোটি জনতার পাশে।


আমি এক আনাড়ি প্রেমিক---

আমার প্রেম  স্বপ্ন দিয়ে গড়া  স্মৃতিতে মোড়া,

কোটি মানুষের আহত হৃদয়ের আগুনে পোড়া।


আমি এক আনাড়ি প্রেমিক---

আমার প্রেম  ক্লান্তহীন চোখে  অজস্র নামে,

ঝরে পড়া দূঃখ বেদনায় ভরা সেই নীল খামে।


আমি এক আনাড়ি প্রেমিক---

আমার প্রেম  অনন্তকালের  সৃষ্টির মাঝে,

নব সৃষ্টির উন্মাদনায় মত্ত সকল কাজে।


আমি এক আনাড়ি প্রেমিক---

আমার প্রেম  অনাথ শিশুর  চোখের জলে,

দূঃখীনি মা'য়ের সন্তান সান্তনার নিপুণ ছলে।


Writen by:
skfi Shohan


No comments

Powered by Blogger.